হোলি চলছে, চলছে রঙের খেলা,
নৃশংসতা ছুয়েছে আকাশ, বাতাসে ভাসছে বেদনার ভেলা;
হত্যা এখন আর অন্যায় নয়, অন্যায় চোখ ঊপড়ে ফেলা,
বিবাদের ফসল প্রাণ কেড়ে নেয়া, এ কেমন মৃত্যুর মেলা।
মেরেও ক্লান্তি নেই, চলছে রঙিন খেলা,
পথে প্রান্তরে, বিত্তের স্তরে, সবাই হয়েছে শয়তানের চেলা,
কুচি কুচি করে কাটতে হবে দেহ, চাই ডুবুরিকে নদিতে ফেলা;
নৃশংসতার চলছে হোলি, দিগন্তে ডুবছে মুল্যবোধের বেলা।
আর কতদিন চলবে সুবিচারের অবহেলা?
আর কতকাল রাজনীতির নামে, সাম্যকে করা হবে হেলাফেলা?
নৃশংসতার কোন সীমানা নেই, বাড়ছে নির্দয়তা,
কেউ ভাবছেনা কোথায় কৃত্যতা, কেন বাড়ছে নির্মমতা;
বিচারালয়ে বইছে এক সাগর বিবেকহীনতা,
প্রসাশনে চলছে দুর্নীতির গীতি-কবিতা।
চলছে অর্থ পাচারের রঞ্জিতা,
রাজনীতির নদিতে চলছে জল-দস্যুতা,
প্রবল বেগে বাড়ছে নৃশংসতা,
মেধার জগতে এসেছে রিক্ততা,
নেতৃত্বের সাগরে নেমেছে শূন্যতা,
হারিয়ে গেছে সাম্যতা।
বন্ধ হোক সকল অন্যথা,
ফিরে আসুক মান্যতা;
নির্বাপিত হোক নৃশংসতা,
ফিরে আসুক দয়া-মায়া-মমতার সভ্যতা।।