দিনে দিনে কমছে সময়, গননায় শুধু মুহুর্ত,
মনে মনে বাড়ছে অর্থ, বিত্ত, সম্মান আর ক্ষমতার নেশা,
চারিদিকে সীমাহীন প্রভুত্ত্ব,
যতই বাড়ছে অর্থ, বিত্ত ততই হারাচ্ছি বিবেক বুদ্ধি,
নিত্য হয়ে উঠছি দুর্বৃত্ত,
ক্ষমতার নেশায় উন্মত্ত আমি,
মারনাস্ত্র হাতে করি নৃত্য;
ভাবনায় আছে দীর্ঘ সময়,
গননায় কিছু মুহুর্ত,
দ্রুততায় কমে আসছে সময়,
ধূসর রঙের দিগন্ত,
মোহের আবেশে চেতনা বলয়,
ফুরিয়ে আসছে মুহুর্ত!!
Moments in the count
Day by day the time is running out,
Only moments in the count;
In mind, getting more and more addicted to money, wealth, honour and power,
Boundless dominion all around in the hour;
As the money increase, the more I lose conscience,
Gradually over time becoming a rogue in a sense;
Maddened by the intoxication of power,
I dance with the sword and flower;
Time is long enough in thought,
Only a few moments in the calculated pot;
Time is running out very fast,
Grey horizon in the cast;
Consciousness rings with infatuation,
Time is running out in rapid succession!!