পদ্ম ফুলের নামে, নাম যার উৎপল,
অবেলায় নির্বাপিত সবলের কাছে দুর্বল,
নিষ্ঠুর দুর্ঘটনায় নিষ্প্রাণ স্পন্দনহীন অনুপল,
দুর্বল সমাজ, মৃতবৎ আমল, ক্রন্দসী বৈধব্য নিষ্ফল;
অপকর্মারা রাজদণ্ড হাতে, দিনে দিনে হয়েছে সবল,
মনুষ্যত্ব ঠিকানা হারিয়ে হয়েছে নিরন্ন-নির্জল,
মানবতা আজ কৃশকায় নিস্তেজ নির্বল,
সদাশয়তা নির্জনবাসে বিষণ্ণ বিহ্বল।
জীবন চিরস্থায়ী নয়,
তবু নিরাপত্তা চায় পুরবাসী দামিন,
চায় সুস্থ জীবন, চায় স্বাভাবিক মৃত্যুর জামিন,
অতর্কিতে গ্রাস করে প্রত্যাশা, নির্দয় দুরন্ত জালিম,
কে লিখবে আজ মানবতা আর সুশাসনের কাবিন;
সৎ, সচ্চরিত্র জনতা লিখতে পারে সমাজের নতুন কাহিন,
মানুষেরা প্রার্থনায় শুধু আর্তনাদে আমিন! আমিন।।
Lotus
Water Lilly is another name for the flower Lotus,
Lost breath, Weak to the strong, by the assassin Brutus;
Lotus is lifeless in an incidence of intense cruel,
Weak society, Near dead period, moaning widowhood dwell;
The transgressors are in the hands of the wand,
Have become more vital day by day in the laps of Nestor;
The address of humanity is lost in the art, desolate in the desert,
Society today is weak and emaciated,
Goodness in solitude at a loss depressed.
Life is not eternal,
Yet body & soul demands security carnal;
Wants a healthy life, wants a guarantee of normal death,
Suddenly swallow up expectation with cruel wrath;
Who will write today the contract of good governance & humanity,
Honest & virtuous can write new stories of society,
People just cry in prayer, Amin! Amen! In piety!!