একদিন তোমাদের চোখের পর্দা অন্তর্হিত হবে,
মস্তিষ্কের প্রতিটি কোষ বিদ্রোহের ঘোষণা দেবে,
অক্ষিকাচে পরিষ্কার দেখতে পাবে, কোথায় অন্ধকার! কোথায় সততা!
কোথায় ন্যায়-নীতি, নৈতিকতা! কোথায় বৈকল্যের সমাহার!
সরল মানুষ ততদিনে হারাবে প্রকৃতি,
শিশুরা হারাবে অক্ষর, কিশোর হারাবে আলো,
যুবক হারাবে পথ, প্রবীণ হারাবে গতি,
অনন্ত সময়ে সময় এগিয়ে যাবে, সুমুখে অবশিষ্ট শুধুই ঘোর অন্ধকার।
তোমাদের ধার্মিকতায় আসবে অভ্যুত্থান, উপাসনালয়ে আসবে ব্যাত্যয়;
ওদের বিশ্বাসে শুধুই প্রবঞ্চনা, চারিদিকে উঁকিঝুঁকি করে বিপর্য্যয়!
বৈড়ালব্রতিকে চিনতে ভুল করোনা,
এখনো শেষ হয়নি সময়।।
Impostor
One day, veils in front of your eyes will disappear,
Every brain cell will declare rebellion,
Will see clearly in your lenses,
Where is darkness! Where is honesty!
Where is justice, morality! Where is collection of impairments!
Naive person will lose nature by then,
Children will lose letters, teenagers will lose light,
The young will lose their way, the old will lose their pace,
Time will march on forever, All that remains is darkness.
There will be an upheaval in your righteousness,
A change will come in the house of worship;
They believe only in deception, peeking around disaster!
Don't make a mistake to recognize the Impostor, the time is not over yet!!