আমি বাক স্বাধীনতার নিরঙ্কুশ এক সমর্থক,
ভালো কথা, ভালো কাজ, হয়না কভু, নিরর্থক;
যদি কথায়, যুক্তি থাকে মারাত্নক!
যদি কাজে, শক্তি থাকে সুজনসেবী পরার্থক;
ভবিষ্যতের কথা বলা, স্বপ্ন দেখা ধনাত্নক,
ভালো কথা, কভু হয়না অনর্থক,
মেডিয়া জগত আত্নকথার ফুলঝুরির সমার্থক।
আকাশ আমার মুক্ত কথার যাত্রাপথ,
বাক স্বাধীনতা দিগন্ত জোড়া অবারিত এক মুক্তপথ,
লাগামহীন উন্মুক্ত এক সৌরপথ, মতান্তরের দ্বৈত-রথ!
কেন থাকবে মুক্তকথার নিয়ন্ত্রক?
খুলে দাও শিকল পরা সব সত্যপথ, সকল কথার কক্ষপথ,
উড়ন্ত ঐ শব্দমালার বীজনপথ, হয়ে উঠুক শংখচিলের দৃপ্ত রথ;
মুক্তকণ্ঠ, মুক্তচিন্তার নতুন শপথ,
কথার মধ্যে জেগে উঠুক, নৈতিকতা চিত্রবৎ।।
Freedom of speech
An outspoken supporter of freedom of speech,
Good utterance, good work is not useless in the pitch;
If the argument has reasons to stitch,
If the work has moral strength in the reach,
Speaking or dreaming for the future, not at all pointless preach;
Digital world as if an autobiography in the beach;
The sky is my limit, not to reach,
Freedom of speech, unrestrained unclothed duality not to breach;
Why will there be a controller of free speech?
Loosen the chains, let the words propagate in the orbital switch,
Let flying words, become the hawk's swift chariot;
Freedom of voice, the new oath of free thinking niche,
Let's wake up in words twitch, Let our morality be pictorial witch.