কবির কবিতা, ভালোবাসে স্বাধীনতা,
পংক্তিতে যদি ভেসে উঠে নির্লজ্জতা;
ছন্দে ছন্দে যদি হাসে নির্মমতা,
কবির কথায় যদি ভাসে নির্দয়তা,
কারাগারে যদি ভালবাসে নীরবতা,
সাম্রাজ্য অবগুণ্ঠিত হয়, কণ্ঠে জড়ায় পরাধীনতা।
সস্মিত হাসিতে রগ রগে প্রদীপ্ত আমার দীনতা,
আমি বহন করি এক নিষিদ্ধ পল্লির হীনতা;
আমার বক্ষে দুলে উঠে এক জোট মাদকতা,
আমার পোশাকে এক রাশ বন্দির শালীনতা;
হাসিতে ঝক ঝক করে অস্থির পুলকতা,
বেদনায় অন্ধ জাতির পূর্নাংগ সক্ষমতা;
আমি সিংহ, প্রাণীদের সম্রাট, প্রদীপ্ত আমার পাশবতা,
সম্রাট আমি, আমার দেহে আছে উন্মত্ততা, আমি ভালবাসি স্বাধীনতা।।
Emperors freedom
Poet's Poetry love freedom,
Immodesty if floating In the line of idiom;
If Ruthless laughter swim in his rhythm,
Ferociousness unleash in the Poets schism;
If they love silence in prison,
The empire is veiled, subjugation hangs in reason.
My frugality glows with laughter,
Inferiority of a forbidden village is my rafter;
An alliance of intoxication shook my chapter,
My dress is full of modesty as pastor;
In my smile there is a dazzling captor,
The capability of a nation, blind by pester,
I am the lion, emperor of the beasts, the glowing vaster,
I am the emperor, I have madness, I love freedom bluster.