জ্ঞানের সমুদ্রে আজ বহে নিদারুণ শূন্যতা,
বিদ্যায় নেই প্রখরতা;
দর্শন বাসে এক বিরান ভূমিতে,
বুদ্ধিজীবীরা ব্যাস্ত নগ্ন হস্ত চুমিতে,
পণ্ডিতরা কর্মশীল রাজনীতিতে,
বিদ্বানরা দাঁড়িয়ে বিত্তের সারিতে,
জ্ঞানীরা পদচারনায় রত উন্মুক্ত মরুভূমিতে,
মুখ থুবড়ে পড়ে আছে সমাজ উদ্ধত বালিয়াড়িতে।
সাহিত্য হাসে শুধুই কল্পনায়,
রচিত হয়না গদ্য, কলমের তীক্ষ্ণতায়,
পদ্যরা, আচ্ছাদিত চাদরের অন্দরে শৈত্যের তীব্রতায়,
নাটকেরা, বাসছে সময় অপরূপ দীনতায়;
শিক্ষকরা ভুগছে অবক্ষয়ের দগ্ধতায়,
বিদ্যার্থিরা ধুকছে পুষ্ঠিহীনতায়;
বিজ্ঞান বাসে শূন্যতায়,
আমরা যাপছি সময় বিস্তির্ন উষরতায়।।
Desolation
A great emptiness in the sea of knowledge,
There is no sharpness in learning;
Philosophy living In a deserted land,
Intellectuals are busy kissing naked hands,
Scholars in working politics,
Educated stand in the ranks of wealth,
The wise walk in the open wilderness,
The society is lying face down in the arrogant dunes.
Literature laughs only in imagination,
Prose is not composed, in the sharpness of the pen,
The verses, lies under cover in the intensity of the cold,
The playwrights, living in abject poverty;
Teachers are sustaining in degeneration,
Students are suffering from malnutrition;
The Science existing In the emptiness,
We are living in a time of desolation.