শিখেছিলাম,
আইন তাঁর নিজস্ব গতিতে চলে,
দিনের আলোয় দেখছি,
চলতে চলতে পথে আইন হাবু ডুবু খায় গভীর সাগর জলে;
গভীর বেদনায় বলছি,
রুনি আর সাগরের আত্না আটকে আছে দলে;
পথে ঘাটে শুনছি,
হত্যা পেঁচিয়ে গেছে আইনের কলে;
এভাবে দিনে দিনে,
আইন শতবার ডুবে গেছে সাগরের তলে,
অক্সিজেন নেই তাই, তিলে তিলে,
আইনের মৃত্যু হয়েছে বেদনার পলে;
কত শত আটচল্লিশ ঘণ্টা গেল যে চলে,
এগার বছর সময়টা,
আইনের শাসনের লজ্জাস্কর পরাজয়ের কথা বলে।।