আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জল ছবি ছুঁতে দু-হাত বাড়াই
খুব অযতনে এড়িয়ে যাবি কী তুই?
ভুলে গিয়ে ঐ সাগর নদী
সাঁঝ সকালে নিরবধি
পাহাড়সম দুঃখ গুলো
জগত মাঝে ছড়িয়ে দিয়ে
ইচ্ছে পাখি উড়িয়ে হাওয়ায়
আয়না দুজন আজ মিলে হই
একে-একে দুই।
ভালবাসার বৃত্ত ছেড়ে
একলা আমি একলা নীড়ে
থেকেই কী আর লাভ,
আয়না পাখি পুষবো তোকে
আলতো করে নেব বুকে
তুইযে আমার এক আঙ্গিনা
স্বপ্ন সুখের প্রথম অভাব।