কৃষ্ণবিনোদিনী এখন আর মানুষ নন,পশু নন,
পাখিও নন কলাবাদুড় মাত্র।
শহর ছেড়ে প্রেতনাচন চরাচরে
কোথায় ছুটে চলেছেন তা তার
সহযাত্রীদের জানার কথা নয়
কেউ জিজ্ঞাসাও করেনা কোথায় যাচ্ছো।
অথচ,তণ্দ্রাচ্ছন্ন কৃষ্ণবিনোদিনীর মনে হলো
জ্বর গায়ে কেউ ডাকছে তাকে
বিরহের জ্বরে।
পরক্ষনেই ভাঙ্গলো ভ্রম
বোবা-কালা ইশ্বর তার সন্তানের জন্মদাতা।
কৃষ্ণবিরহীনি বিড়বিড় করে বলে
তুই আমার সব কেড়ে নিলি
এই তোরে শেষ পেরনাম
তারপর থেকে কেবল ঘেন্না আর ঘেন্না।