তোমায় ছাড়া,
কোলাহলেও একলা লাগে
হৃদয় জুড়ে শুন্যতা আর,
উষ্ণ বুকের তাপ দহনে
কান্না ঝরে খুব গোপনে।
তোমায় ছাড়া,
ঘুমের মাঝেও এখন ভীষণ
একলা লাগে,
স্বপ্ন লুকায় ব্যথার দাগে।
তোমায় ছাড়া,
নিঝুম দ্বীপেও সুখ আসে না
আমার গায়েও রঙ লাগে না,
নাচের তালে সুর আসে না
দিনের শুরু ভাল্লাগেনা।
তোমায় ছাড়া,
পানির বুকেও তৃষ্ণা জাগে
লোকালয়েও ফাকা লাগে,
আকাশ জুড়ে দুঃখ ভাসে
আমার চোখেও কান্না আসে।
তোমায় ছাড়া,
একলা রাত বিনিদ্র জাগে
ব্যস্ত দিনও স্থবির লাগে,
আঁধার নামে জগত জুড়ে
মনটা জানো কেমন করে?
তোমায় ছাড়া,
রাতের সাথে সখ্যতা নাই
বিষণ্ণতার অগ্নি ঝড়ে
আমার ভীষণ একলা লাগে
তোমায় ছাড়া কষ্ট লাগে ।।