শর্তজুড়ে, ভর দুপুরে
গর্ত করে,চোর শিকারি
শিকার করে,মানব শিকার।
ছিন্নভিন্ন মেঘবালিকা,মেঘের মতই
ভাসলো জলে,খেলার ছলে
পুড়লো শরীর,সমাহিত শবদেহ।
জানলো সবাই,শুনলো সবি
এক কবিতায় লিখলো কবি
স্লোগান হলো,মিছিল-মিটিং।
তদন্ত ভার জুটলনা
আর সত্যতা তার-
সেই মেয়েদের ঝুললো ছবি।
শেষ হলো ভাই নিয়ম কানুন,
ভুললো সবাই,
জীবন যাপন করছে যে তাই আগের মতন।
এরপর আর পাল্টায়নি
কেবল কিছু ছন্দপতন
আমরা যে তার খানিক শুনি
অল্প কিছু সমষ্টি আর
অলস কিছু শ্বাসের ধ্বনি।