বন্ধু হবি?
হাত বাড়িয়ে ছোঁব
আমার মনের গোপন ব্যাথা
ঐ কোণেতে থুব।
গভীর হবে চাওয়া পাওয়া
দেয়া,নেয়া সবি
তোর হৃদয়ে রাখবো হৃদয়
এই টুকু ঠাঁই দিবি।
আহ্লাদের শব্দ প্রয়োগ
কল্পকথা,গল্পগাথা
জাগরনের গান
আরও হবে খুনসুটি ও ভীষন অভিমান।
ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝেই
আড়ি নেব,ভাবও
দুহাত দিয়ে চোখ জড়িয়ে
উষ্ণ পরশ নেবো
আঙ্গুল দিয়ে স্বপ্নসুখের কাজল মেখে দেব।
তোর চোখেতে মেঘ ঘনালে
আমার চোখের জলে
বৃষ্টি এনে ধুইয়ে দেব
কোথাও আঘাত পেলে।
তেমনি আবার আমার বুকেও
কষ্ট হানা দিলে
দেয়াল হয়ে থাকবি তুইও
হাত দুটো তোর মেলে।
রোজ প্রভাতে ঘুমের মাঝে
স্বপ্নে দিবি হানা
গ্রহ হতে গ্রহান্তরে
ছুটবো মেলে ডানা।
আঁধার রাতে নামলে পথে
তুই দেখাবি আলো
তোর আলোতে পুড়বো জ্বলে
কাটবে মনের কালো।