গুঞ্জণ শুনি প্রতিনিয়ত,
পেপার-পত্রিকা অথবা
টিভির পর্দায়, খবরেও
দেখি অনবরত-
'অমুক চিকিৎসক'
তার দ্বারা অবহেলিত
'অমুক রুগী' হয়েছে
শয্যাগত।
অতঃপর মৃত্যু হয়েছে তার
এমন ঘটনা এ সমাজে
ঘটে চলেছে অহরহ,
প্রতিনিয়ত।
আবার টাকার জোড়ে
মামার বলে
সনদ প্রাপ্ত ডাক্তারদের কবলে
হাজার-হাজার মানুষ
হচ্ছে দৃষ্টিহীন।
এভাবে হাত-পা এমনকি
জীবন পর্যন্ত কেড়ে নিয়ে
একজন পিতা, মাতা অথবা
সন্ত্বানের বুক শূন্য করে,
একটি সমাজকে করা হচ্ছে
জাতিহীন, দৃষ্টিহীন, স্বজনহীন।
এমন অবিরল ঘটনায়
দুশ্চিন্তায় সবাই ভাবে হায় !
এদেশে ভাল চিকিৎসক
পাবো কোথায়..?
অজ্ঞানের আঁধারে জ্ঞানের শিখা
নিভে গেছে বোধহয়,
এ দোষ কি ডাক্তারের..?
একটু ভাবলেই বোঝা যায়,
এ দেশ ভুল চিকিৎসার
হাত থেকে রক্ষা পায়,
সেই নির্মম'৭১
যা এখনও আমাদের ভাবায়।
লোমহর্ষক সেসব হত্যা যজ্ঞ
আর ধর্ষণের আলোকচিত্র
আমাদের এখনও অশ্রু ঝরায়।
কিন্তু সুস্থ, বলিষ্ঠ, রক্তাক্তে প্রতিষ্ঠিত,
মর্মাহত অতঃপর জীবন্ত-প্রাণবন্ত
উন্মুক্ত সেই সুশীল সমাজ হায় !
ভুল চিকিৎসায় বুঝি সবই হারায়।
প্রতিটি সমাজ আজ বিক্ষিপ্ত,
দূর্ণীতির রোষাণলে জর্জরিত।
হত্যা, গুম আর ধর্ষণে নিপীড়িত
'এ দেশ ও জাতিকে'-
রুগ্ন পীড়ায়-বৃদ্ধ বেড়ায়,
পঙ্গু বানিয়ে অবরুদ্ধ করে
রাখা হয়েছে।
মনে হয়-
রুদ্রের সেই পুরোনো শকুন'৭১
আর নেরুদার ঐ হিংস্র দালাল'৭৩
'এ সমাজ ও সভ্যতাকে'-
আঁকড়ে ধরেছে।
এরপর কিভাবে এ সমাজ দাঁড়ায়..?
দাঁড়িয়ে আছে এটাই বুঝি
অভিনব বিস্ময়..!
দূরারোগে পীড়িত এ সমাজ
'ভুল চিকিৎসা'র হাত থেকে
কবে পাবে আরোগ্য বিজয়,
জাতির কাছে এটাই বোধহয়
সম্প্রতির দীর্ঘ প্রকট সংশয়।।