মু.প
ভালোবাসা ছিল চিরন্তন,
আর তুমি ছিলে
আমার একাগ্র একান্ত আপন।
তাইতো তোমায় পেয়েছি
নির্জনে নিভৃতে যখন তখন।
ভালোবাসার চাদরে জড়িয়ে রেখেছি
প্রেম আদরে প্রতিটি ক্ষণ।
তখন তুমি ছিলে আমার
ভালোবাসার নিরেট চিহ্নময়
একমাত্র ডায়েরী।
লাজে নুয়ে পরা
তোমার চকিত চাহনিতে বুঝে নিতে,
আমি তোমায় ভালোবাসার জন্য
একেবারে তৈরি।
প্রমোদে প্রগলভা হয়ে আমোদে আমাকে
আগলে রেখেছ তোমার বুকের গহীনে,
হৃদয়ের অন্তরালে।
যখন তোমার খায়েশী চিবুক
আর অধীরে অভ্রম উতলা অধর
দু'ফালটা ছিল আমার ক্ষুধার্ত ঠোঁটের
একেবারেই নাগালে।
আমোদে উন্মত্তভাবে
ভালোবাসায় ঢেউ খেলানো
চুম্বনে প্রেমের মোহর এঁকে দিয়েছি
তোমার কপোল ও কপালে।
পতিত উদরে জড়িয়েছি আপন উদর,
প্রীতির গাঢ় আলিঙ্গনে শিঁউরে
বিহল হত আমার সমগ্র গতর।
অনিষ্পন্ন সে ভালোবাসায়,
ঢেউহীন জলাভূমির মত
থেমে যেত আমার উন্মত্ত কলেবর।
কেননা, প্রেম রঙ্গ-রস লীলায়
তুমি ছিলে এ' ভালোবাসার
বিশেষত সূত্রধর।
বঞ্চিত হয়েছি,
যা ছিল তোমার
ভালোবাসার গোপন লীলাভূমি,
প্রবঞ্চিত হয়েছি, যা
তোমার নিতান্তই পাগলামি।
তবুও বলব, দৃঢ়-দরাজ চিত্তে
ওটা ছিল-
আমার ভালোবাসার চুম্বনে অঙ্কিত
নিখাদ প্রেমের চিত্রভূমি,
ওটা ছিল-
আমার চিরন্তন ভালোবাসার
স্মৃতিতে বিজড়িত একান্ত জন্মভূমি।