তুমি প্রকৃতি আমি ভোক্তা।
প্রবল বেগে উজ্জীবিত
প্রবহমান যে ভালবাসা
তোমার বুকে ঠাঁই নিয়েছে,
লহরি হয়ে যে ভালবাসা
তোমায় উত্তাল বানিয়াছে;
আমি তারই ভোক্তা।
কোন সে শোকে ব্যথিত হে বুকে
তুমি আজিকে হলে পাষাণ,
করুণা তবে, আর কি হবে..?
আমি তার ভোক্তা,
দিয়ে যাও সে তুফান।
ঝিনুকে যবে মুক্তা দানে
বিলিয়ে দ্যায় স্বীয় জীবন,
ভোক্তা হয়ে আমিও তবে
কেনবা হব এত কৃপণ।
জীবন কালে চক্র বাঁকে
বেদনা ভারে বক্ষ ফাটে,
ভোক্তা কেন গুমরে কেঁদে
ঘুরছে তবু একই ঘাটে..?