মু.অঃ
কোন এক দিনমানে সঘন মেঘলা জোয়ারে
চারিপাশের সমগ্র বিটপী দফায় দফায় স্নানে অস্থির,
অস্থির সমীরণে পড়ন্ত বিকেলে রাবির পুরো প্রকৃতিই
অন্তহীন প্রগলভা; যেন প্রতিটি ইউক্যালিপটাস ডাকিছে
ওহে কিংশুক, ধরা দাও আজি আমার-এ দুয়ারে।
নির্দ্বিধায় ঢেলে দাও তব সমস্ত প্রেমসুধা।
দূরীভূত কর হে কিংশুক,
আমার এ হৃদয়ের সমস্ত ব্যথা ও ক্ষুধা।
জন্ম থেকে জ্বলছি আমি এই প্যারিস প্রাঙ্গণে,
মননে মননে জাগে আজ একি শিহরণ, একি উন্মাদন ?
তাকিয়ে দেখ ওগো প্রিয়তমা কিংশুক,
শত শত যুগলের কি বাহারি প্রেম প্রেম আয়োজন।
আমারি পাদদেশে, আমারি কোল ঘেঁষে
অনিমেষ নয়নেতে চেয়ে চেয়ে ক্ষণে ক্ষণ,
প্রিয়ার কপোলেতে ছুড়ে দেয় কি নির্লজ্জ চুম্বন।
আমারি অনুজা অনুপমা পুষ্পিতা ডালিয়ার উদ্যানে
চেয়ে দেখ কিংশুক, শত যুগলের একি উন্মত্ত আলিঙ্গন।
আমি অস্থির, আমি উন্মাদ
আজি জেগে উঠেছে আমার সমস্ত ক্ষুধা, সমস্ত আহলাদ।
তুমি এস হে কিংশুক, আমায় কর গো আলিঙ্গন
তোমার ঐ লাল ঠোঁটে আমিও দিতে চাই
একটি নির্লজ্জ চুম্বন !