দূর আকাশে তাকিয়ে দেখি এখনও
এই বুঝি তুমি আসবে।
কিন্তু বাধা পেয়েছ
কোন এক অজানা সীমান্তে।
তাইতো খুঁজে চলেছি তোমায়
হয়রান হয়েছি,
ক্লান্তির অবসাদে নুঁয়ে পরেছি।
তবুও ছুটে চলেছি
তোমার পাসপোর্ট সঙ্গে নিয়ে
পৃথিবীর এক প্রান্ত থেকে
আরেক প্রান্তে।
ক্লান্ত কায়িকে যখন নিদ্রিত হয়েছি,
তোমার উৎফুল্ল হৃদয়ের বার্তা শুনেছি।
ক্ষীণ কন্ঠে ডেকে বলেছ,
চেয়ে দেখ,
আমি এসেছি তোমার অবসাদ
আমূলে নির্মূল করব বলে।
হাতে পালিশ মেখেছি
এই যেন তুমি সুস্থ হলে।
আমি আসব তোমার সন্নিকটে
একেবারে,
আর মাত্র কয়েকটা দিন গেলে।
আমি শুনেছিলাম তোমার বার্তা-বাণী,
নুপুরের নিক্কণ পদধ্বনি; আর
বুঝেছিলাম তোমার কোমল হাতের
স্পর্শের মধুরতা কতখানি..!
আমি শুনিয়েছিলাম-
তুমি থাকবেনা, এ হয়না।
তুমি বিনা এ দেহ রথ চলবেনা।
আমায় এ্যাকেলা ফেলিয়া
তুমি কোথায় যাচ্ছ চলিয়া..?
তুমি হীনা-
দিনমান মনে হবে অমাবস্যা কাল
হৃদয় হবে প্রাণহীন শোকার্ত, আর
বিষাদময় হবে প্রতিটি মূহুর্ত।
অয়ি প্রিয়ে, কোথায় যাচ্ছ
আমায় এ্যাকেলা ফেলিয়া..?
তুমি নেই যে হায় সম্মুখে
আছ অগোচরে বিলীন হইয়া,
তাই নীল বায়ু হয়ে থাকব
নীলিমার সঙ্গে মিলিয়া;
শুধু তোমার কোমল স্পর্শ
পূণরায় পাবো বলিয়া।।