(আদি পয়ার)

মৃত্তিকার কায়কলে বদ্ধ খাঁচা তলে
নিগূঢ় প্রকোষ্ঠে যেই পাখি সব ভুলে
বৈষয়িক আসক্তির বশীভূত হয়ে
ক্ষণিকের ভাল লাগা ভুল ভাবে নিয়ে
কূপের জলকেই দীর্ঘ জলধর ভ্রমে
কালে কালে স্বপ্ন বুনে চলে পলে পলে,
জনম জনম সুখে রবে এই ভেবে
তমো পাখি মগ্ন থাকে মিথ্যে স্বপ্ন জালে।
সুকর্ম কিংবা কুকর্ম সবই জমা রবে,
হে মানুষ, ভ্রান্তির এ দ্বার বন্ধ হবে..?
মহাকাল এক হিংস্র দৈত্য ক্ষুধাতুর
দ্বৈতমনের সংঘাতে তুমি থাকো পরে,
সহসা দেখিবে কবে নিষ্ঠুর ভ্রমর
প্রাণ পাখি নিয়ে যাবে দূর পরপারে।।