উৎসর্গঃ গীতি কবি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে নিবেদন
হরিতের নয়নে ছুঁই ছুঁই টলমল
কিবাশোকে গ্রীবা কাঁপে জনতায় বিহবল।
নক্ষত্র তোমার অস্তে পৃথ্বি নির্বাক
নক্ষত্র তোমার চোখ দেখে আমি হতবাক
মৃত চোখে কেন বহে জল..?
ক্ষমা প্রার্থী হে সূত্রধর,
তুমি নেই তুমি নেই এ বুকে ভরা শোক,
তুমি ছিলে মানুষের অধরের স্পর্শক।
জানি তুমি জানি তুমি আনিবে সুসকাল
রবে তুমি রবে তুমি হৃদয়ে চিরকাল,
ওপারেও ভাল থেকো সুপ্রিয় বুলবুল।।