কোন যুগে মোরা করছি বসবাস,
মোরা কতটা অসহায়..?
মিথ্যার দাপটে
আজি সত্যের-ই বাঁচা দায় ।।
মানুষ হল বেঈমান।
উপকার হয় যতটা,
ক্ষতি করে তারও বেশী
নতুবা ততটা ।
মানুষ হই ভাইরে..!
জ্ঞানীদের নীতি কথা,
সত্য থেকে আসে সততা
আর মিথ্যা থেকে শঠতা ।।
সত্য হল ছাদ আর
মিথ্যা হল দেয়াল।
মোরা ছাদের ছায়ায় বাঁচি
ধরি দেয়ালেরি হাল ।।