রাতের তারাগুলো এখন'
অনেক পরিচিত মনে হয়।
দিব্যি বলতে পারি,
কোন তারা কখন-
কোন ভাষায় কথা কয়।
সন্ধাতারা' মাঝে-মাঝেই
আমাকে ডেকে কয়,
ও বন্ধু!
তুমি কেন এত অসহায় ?
তোমার কথা ভাবলে
আমার বুক কেঁপে উঠে ব্যথায়।
আমিতো আগে হই উদয়
অতঃপর আগেই ডুবে যেতে হয়।
পৌনঃপুনিক বলতে পারো
আমি একটা নির্দয়।
কিন্তু জানো কি ?
তোমার এই একাকীত্বে সঙ্গ দিতে
আমার ভীষণ ইচ্ছে হয়।
প্রত্যুত্তরে-
আমি আমি বিড়-বিড় করে
ক্ষীণ স্বরে বলি,
বন্ধু, তুমি যাও চলি,
কিন্তু যাওনাতো মোরে ভুলি;
রেখে যাও আমার জন্য
রাতের অবশিষ্ঠ তারকা গুলি।
যেন দুঃখ ভুলে তাদের সঙ্গে
আমি করতে পারি মিতালি;
তুমি যাওনাতো মোরে ভুলি।
যার জন্যে জীবন সঁপিনু-
সেই করে গেল পেন্নাম!
দেখিয়ে দিল বৃদ্ধাঙ্গুলি,
দূর্মুসের মত পিষে দিল
আমার লালিত স্বপ্ন গুলি।
বন্ধু, তুমিও কি এভাবে
যাবে মোরে ভুলি ?
আমাকে কথা দাও
নচেৎ ব্যথা দাও
এ' বুক ভরে দাও
কোন একটায়..