(আদি পয়ার)
বারে বারে ভেসে উঠে চির চেনা মুখ
কত তারে খুঁজে ফিরি সহসা উন্মুখ।
তব স্নেহাঁচল তলে ঘর্ম ক্লান্তি ভুলে
প্রীতিময় প্রাণোচ্ছলে সৌখিন আবেশে
গ্রাম্য জনতা আজও সুখী তারা বলে।
সাঁঝ বেলা পাখি ডাকে বেদনা বিধূর
মাঝ রাতে ভেসে আসে বেণুকার সুর।
রাখাল গরুর পাল নিয়ে চলে মাঠে
মাঝি তরীহাল ধরে ছুটে ঘাটে ঘাটে।
হাইলার ফালে ওঠা পিপীলিকা ছুটে
পাখি সবে কলরবে খায় খুঁটে খুঁটে।
দিন শেষে চাষী যবে ঘরে ফিরে আসে
বধূ তার মুখ পানে চেয়ে চেয়ে হাসে,
স্নেহে ভরা সে গাঁ কাছে টানে অবশেষে।।