ভালবাসার মোহে কেন করিছ
ভাই মিছেই আত্মসমর্পণ..?
মরীচিকার পিছে অযথাই তুমি
কেন করিছ অলীক কালক্ষেপণ..?
যতই করিবে নিবেদন
ততই আসিবে ক্রন্দন,
অস্বার্থে তোমায় হেলিবে সর্বক্ষণ
স্বার্থে আবার মাথায় তুলিবে চরণ,
স্বার্থেই তোমার নিতেও পারে জীবন।
জীবনের চক্রবাঁকে
আসিবে যখন ক্রান্তি ক্ষণ,
সম্যকভাবে-
সেও করিবে আত্মগোপন।
মিছা-মিছির মোহজালে
ফেলোনা পা মহীপালে,
কোন কালেই...
অন্তিমকালে হায়
দেখিবে তাই পাশে কেউ নাই
আছে শুধু জন্মদাতা মাতা-পিতাই।