অণুকাব্য


হরিতের বুকে তোয়ধারা,
হায়রে অদ্ভূত উপত্যাকা।
অলীক রোদনেই ভুলেছিনু
বলে, হয়েগেনু শূন্য একা।।