প্রাণের ভাষা প্রিয় বাঙলার তরে যাঁরা
দিয়ে গেছে প্রাণ, যাঁদের পবিত্র রক্তে
এই বাঙলা বিশ্ব দরবারে হয়েছে মহীয়ান
তাঁদের চরণে সঁপি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান।।

মায়ের ভাষা দেশমাতৃকার আশা রক্ষিতে
যে যুদ্ধ হয়েছিল দুটি জাতিতে-জাতিতে
সে যুদ্ধে যে ভায়েরা লুটিয়েছিল রাজপথে,
মিশিগানের সম্মুখে যাঁরা দিয়েছিল প্রাণ
যাঁদের রক্তস্রোত বিশ্বে তুলেছিল তুফান
তাঁদের চরণে সঁপি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান।।

মা'কে মা বলার পিতাকে পিতা ডাকার
বোন'কে বোন বলে ভাইকে ভাই বলার,
প্রিয়তমাকে প্রিয়া বন্ধুকে বন্ধু বলে ডাকার
কূটপাকিস্তানে বাঙলাভাষার এ অধিকার
রক্ষায় যাঁরা অকাতরে দিয়ে গেছে প্রাণ,
তাঁদের চরণে সঁপি বিশ্বের শ্রেষ্ঠ সম্মান।।