(আদি পয়ার)
একটি বিনিদ্র গ্রাম ধীর কোলাহল,
সূর্য প্রখরতা তুলে হয়েছে নির্মল।
সন্নিকটে বহমান মৃতবৎ নদী,
অদূরে কে গাহে গান মধুর দরদী।
গোধূলির দ্বার প্রান্তে ফুটে উঠে তটে,
একগুচ্ছ সুনির্মল মনোজ্ঞ প্রকৃতি।
সবুজে সবুজে ঘেরা বর্ণিল বনানি
মৃত্তিকা ছুঁই ছুঁই বেণুটা যখনি
জারুলের চঞ্চল পাতার ছাউনি
মেলেধরা ছায়াতলে দেখা যায় সেথা,
লালিত্যকে তুচ্ছবনা কপোত কপোতি
না না প্রগাঢ় বিশ্বাসী সহাস্য দম্পতি;
সূর্য গগজের বাম কোণে বেঁধে ফ্যালে
দুটি হৃদয়ের গাঁথা সে সৌখিন স্মৃতি।।