অণুকাব্য
ছন্দঃ মাত্রাবৃত্ত-৭


     (এক)
কৃষাণীর কুটীরে
কেন বিষাদেরই জ্বালা..?
কর্ষণের ফালে
ভাঙুক শোষণের তালা।।

    (দুই)
কৃষাণীর পেষণ
আর কত জীবন,
আর কত দহন..?
জোঁয়ালেরই ঘাঁয়ে
নিপাত যা শোষণ।।