ছন্দঃ মাত্রাবৃত্ত-৬
প্রেমের মৌ মোহনায় হাতছানি দিয়ে ডাকি
ওগো মৃন্ময়ী, কুঞ্জবনের মালা দিল বা কি!
হৃদয়ে প্রদীপ জ্বলে আজি থাকি থাকি।
ও পরান্ময়ী তুমি আসবেতো,
আর কত দিন বাকি;
আর কত দিন একা থাকি..?
তুমি এসেছিলে ছলে ছলে চেয়েছিলে
আর বলেছিলে মহাশয় বলি আর কী,
এখনওতো ষোল আনাই বাকি।।