(আদি পয়ার)
জানিনা কেন, কোন সে আত্ম অভিমানে
জীবন আজিকে তুচ্ছ ভাব হচ্ছে মনে,
জীবনের যত সুখ যত আহলাদ
যত ভালবাসা, প্রেম, বিরহ, বিষাদ
যত সুখ যত আশা স্বপ্নীল প্রত্যাশা;
ব্যাপিয়া যেথা আছিল, আজ তা কোনঠাশা।
নিষ্পাপ মূর্ত বন্ধুর অসীম সারল্যে
খেলিবার হেতু ডাকা ইঙ্গিত বিরলে,
দুখী মায়ের নিঃস্বার্থ ভালবাসা ফেলে
সুপ্রিয় পিতার ত্যাজ্য শ্রমকে অবহেলে
এ জীবনকে জড়িয়েছি ভ্রমি ধূম্রজালে;
হাঁপিয়ে উঠেছি আজ নাগরিক জেলে।
সুধাসম গ্রাম্য সৌধ ভেবে মনে মনে
বার বার ফিরে যাই শিকড়ের টানে।।