সুখ-দুঃখ মিলেই জীবন, দুঃখ থাকবেই কিঞ্চিৎ
দৃঢ় প্রত্যয়ী যদি হওরে ভাই সততার সহিত,
তিমিরের দিকভ্রান্ত দেয়াল ভেঙ্গে অনন্ত আলো,
মরুত্তপ্তের ছোবল ডেঙ্গে বিভৎস জীমূতগুলো;
এক সমুদ্র বৃষ্টি হয়ে সফলতার সুবার্তা নিয়ে
তোমার দ্বারে আসবেই তাহা অতি নিশ্চিৎ।
ভাল-মন্দ মিলেই মানুষ, মন্দ লোক থাকবেই কিঞ্চিৎ
কতিপয় কুলাঙ্গার অবিচার করেই চলেছে মানুষের সহিত।
তাহাদের বিচার হবেই হবে আজ অথবা কাল,
মানুষেরই দ্বারে কিছুকাল পরে হইবে সে লাঞ্ছিৎ।
ঐ নরাধমের ক্রোধবাণে সততারে দিওনা ঠেলে সঙ্গোপনে,
বিজয় তোমার হবেই হবে 'সততা আর প্রত্যয়' কে
জীবিত রাখো আপন মনে, প্রাণপণে।।