হে বিদ্যামাতা জ্ঞানকরবী রাবি,
তোমার ঐ আঁচলাঙিনায়
ইটপাথরের প্রতিটি টুকরো দানা,
বৃক্ষলতার একেকটি শিকড় কণা,
আচার্য থেকে পথচারীর কারুকার্য,
ঊর্ধ্ব থেকে নিম্ন ধারে,
ভিতরে ও বাইরে, একাধারে
যে জ্ঞান ধারা বাও তুমি সীমাহীন,
লুফিয়াছি তথা হতে যা যত দিন
আমৃত্যু জানি শোধ হবেনা সে ঋণ।।



০৬.০৭.২০
নদ্দা,ঢাকা।