প্রণয়ে-
হাতে রেখে হাত করে শপথ
ভুলবনা কখনও আসুক যতই বিপদ।
প্রেয়সী চলে গেলে নেশাটারে নেয় তুলে,
সংসার বিদ্যা মাতা-পিতার স্বপ্ন সত্বা;
অকালেই যায় চলে রসহীন রসাতলে।।

সংসারে-
টক-ঝাল-মিষ্টি এ সংসার চড়াচড়ে,
মাতা-পিতায় আওয়াজ করো জোড়ে জোড়ে
জায়ার বেলায় কেন তবে এত নড়বড়ে..?
বাহিরে তুমি সিংহপুরুষ' দ্যাখাও সব ভাইরে,
ঘরে ঢোকো কেন তবে হাতে চুড়ি পইরে..?

দৃষ্টে-
স্বীয় পত্নী যদিও তিলোত্তমা রমণী
ঘর করে আলো,
পরের মেয়ে পরের জায়া
যদিও কালো,
লাগে তবু বেজায় ভালো।।

আহবান-
     “এ হীণ দর্শন,
    দূর হোক আজীবন;
   পশুত্ব নয়, মনুষ্যত্বই
হোক মানবের জীবন দর্শন”