(অণুকাব্য)
    
      (এক)
প্রেম যদি শ্যাম হয়,
আধা প্রেম তবে রাধা।।

      (দুই)
প্রেমের টানে যদি
ঘর ছাড়ে রাধা,
শ্যামের দোষ কি দি
প্রেম মানেনা বাধা।।