অণুকাব্যঃ


        (এক)
যে প্রেম প্রাপ্তির আশায়
তোমাতে ছিলে তুমি অটল,
সে প্রেম আজি অনুতাপিক
শিখা; হেরি চৈত্রিক ফাটল ।।

        (দুই)
বিশ্বাস ছাড়ি আমারি
ধরি তব বিশ্বাস জড়ি,
অশ্রু বিনে আহা মরি
পেলেনাতো কানাকড়ি ।।