হে প্রতিপালক! পরমকরুণাময়,
তোমার সৃষ্টি যদি দিয়েছ প্রভু
এই ধরায়,
তারে তুমি ধ্বংসিওনা কভু।
মানবকুলে এসেছিনু করি পণ
শত তপস্যায়।
সে পণ ভুলে
শত শত ভুল করিনু জমা
ব্যসনে ব্যসনে মানব জনমে
রিপুর মায়ায়।
ক্ষমাশীল তুমি, ক্ষমিও প্রভু
শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠই থাকুক
ধ্বংসিওনা বিভু
এই ধরায়।
হে পরমাত্মা! পরমেশ্বর,
যে ভুল মোরা করেছি ভুলে
সকল ধর্ম সকল জাতি মিলে
অজ্ঞানতায়,
সে জ্ঞান করগো দান
হে বিশ্বপতি
সব ভুল শুধরায় মোরা উঠব জাগি
নবীন চেতনায়।
লোভ-মোহ-অহংকার-হিংসা
কাম-ক্রোধ-ঈর্ষা ত্যাজি
থাকব মোরা জীবন ব্যাপী
করিনু পণ তোমায়।
এবারের মত ক্ষমিও প্রভু
তোমার পথেই রাখিও তবু
ধ্বংসিওনা বিভু
এই বিশ্ব ধরায়।।