রয়েছ তুমি অনেক দূরে।
মনে হয়,
শত কোটি আলোক বর্ষ দূরে;
দৃষ্টির আড়ালে।
তবু যেন মনে হয় তুমি আছ
আমারি কাছে, একান্ত কাছে।
দেহের প্রতিটি প্রশ্বাস
স্পন্দনের সাথে মিশে।
কখনও ডাকো ইশারাতে
চোখে-চোখে,
কখনও নিঃশ্বাসের উষ্ণতাপে
ভিতরে ও বাহিরে,
কখনওবা দুষ্টামি করে
আলতো ঠোঁটের কটু আঘাতে;
কখনওবা দৈহিক সমতল
পতিত উদরে।
ছন্দময় এ ভালবাসায়
শিরোণামের পতন ঘটিয়ে
আজ তুমি মিশে গেছ আমার
স্বপনে ও জাগরণে;
এ দেহের প্রতিটি সোপান পেড়িয়ে
আজ তুমি পৌঁছে গেছ হৃদয়ের
সুগভীর অন্তরালে।

অনুভূতির স্বচ্ছ প্রাচীরে দাঁড়িয়ে
বলছি তোমায় ইশারাতে বোঝবার,
ওগো প্রতিক্ষিতা! তাকিয়ে দেখ,
আমি তোমার সেই কল্প পুরুষ,
যাকে তুমি ভেবেছ অনবরত,
কামনা ও বাসনায় কাটিয়েছ  
বিশেষ বিশেষ মূহুর্ত; যার জন্য
রোমাঞ্চিত ঐ যৌবন স্বর্গকে
রেখেছ আজ পর্যন্ত অক্ষত।।