এস কাছে, বসো এই কোলঘেঁষে
ওই হলুদ মাখা হাতখানি দাও বারিয়ে
কতদিন ছুঁইনাকো, নাকি
আজও যাবে তুমি কৌশলে এড়িয়ে ?
কতদিন দুপুর হয়েছে ক্লান্ত
আমাদের কাছে হারমেনে
কত বিকেল, কত সন্ধ্যা কেটে গেছে
বাতাসের তালগুনে, ফাগুন হাওয়ায়
হাজারো পাখির কিচিরমিচির তবু কেন
কোকিলের কুহু ডাকে মন হারায় ?
ফাগুনের বিরহে কোকিল সুর হারায়
যেমন আমি খুঁজে যাই, অজানায়, অধরায়
এস কাছে, বসো এই কোলঘেঁষে
ওই মায়াভরা চোখে থাকি কিছু ক্ষণ চেয়ে
যাপিত জীবনের কথামালায়
কালের আঁকেবাঁকে
যে প্রেম দিয়েছে তোমায় রঙতুলি
আমরা তার কথা তুলি,
এই স্বপ্নিল চোখ আজও কেন উন্মোখ,
আগেরই মতন,
যেন সুনীলে মেঘের গর্জন
বর্ষণে প্রারম্ভিকের উত্থান।
তবে কি তুমি আজও
সুখের সন্ধানে আগুয়ান ?
কুলের ভেলায় তুমি সূর্য্য ঢেলে
যেকুলে তুমি চন্দ্র দিয়েছ এলে,
সেকুলে কেন আজও চন্দ্রগ্রহণ ?
এস কাছে,
এসে বসো এই কোলঘেঁষে
এই সুনীলের তীর ছুঁয়ে বল তুমি,
এই বৃষ্টি নামানো সন্ধ্যা বেলায়,
বৃষ্টির মত অসংযত হয়ে
তুমিও কি ছন্দ খুঁজো দিন শেষে
এই অবেলায় ?