অণুকাব্যঃ

ও মাঝি, হাল ধর
জীবন তরী আজীবন ভরি
বাইবা কিনা কও..?
জীবনের তটে আঁকে-বাঁকে
নাহি যদি তুমি রও,
ডুবে ডুবুক এ দেহ তরী
এক্ষুনি হাল থও ।।