না জানি তুমি আসিবে কবে,
কত সন্ধ্যা হয়েছে গত
আরও কত রাত যাবে কেটে,
আরও কত..
ঐ চঞ্চল রাত, প্রমীলা প্রভাত
ডুবে খেল গহবর,
কত আঘাত, কত ব্যথিত
আরও কত..
কুয়াশার বুক চিড়ে
ভোর যায় চৈৎ হয়ে,
কত শিশু হল সাবালক
চোখের পলকে।
আর কত সন্ধ্যা নামিবেে ?
আর কত চন্দ্র যাবে ডুবে ?
পলকে পলকে,
না জানি তুমি আসিবে কবে।
আরামবাগ, ঢাকা।
০৯.০২.২১