মু.প

সাগরের জল ছিঁড়ে
চন্দ্রেই লুকাবো,
গুপ্ত অভিলাষে
জোছনা উড়াবো, মোহমেঘে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

সাগরের বেলাভূমে
অচেনা পথে হারাবো,
হারিয়ে হারিয়ে খুঁজে বেড়াবো
তোমার পদ চিহ্ন,  আজন্ম
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

মরীচিকার পথজলে
তামান গাত্র ভেজাবো,
জল ছেড়ে
আলো কুড়াবো, বিভ্রমে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

তিমির রাত্তিরে
হারিয়ে বেড়াব,
তোমার চোখের জল ছেয়ে
স্বপ্নের আবডালে, অহরহ
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

যে সময় ভোর হয়
সেই অব্ধি আমি জেগে রব,
নিদ্রাহীন রাত্রে
বিভোর হবো, প্রত্যহ
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

বেদনার কালো জলে
কামার্ত তরী ভাসাবো,
বৈঠা হীন তরী আমি
তীরে ঠেকাবো, হৃদয় বিকিয়ে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

বিরহ কাঠ গোড়ায়
আমি দন্ডিত হবো,
প্রণয়ো বহ্নি শিখায়
ঐ গদ গদ ঠোঁট ছোঁব, কামনায়
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

দূর্বা ফুলের লক লকে ভ্রূণে
আমি মৌ হবো,
ভ্রমরের ওষ্ঠে ভিজে
তোমায় স্পর্শিব, কোমল কপোলে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

প্রণয়ো নিদাঘে
আমি শ্রাবণ হবো,
বরষা ধারায় মিশে মিশে
তোমার চুল ভিজাবো, তেষ্টা জলে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

বিরহ শয্যায়
সুতীব্র কন্টক হবো,
কামনার তীব্র জ্বালায়
কামুকীর রক্ত ঝরাবো, নীরবে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

হৃদয়ের উদ্দাম উচ্ছ্বাসে
তোমার ঘুঙুর হবো,
বেদনার বাতায়নে
উদাসী বিকেল মুছে,
ঘুমন্ত দুপুর হবো, এক-ই বালিশে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

শাওনের সাঁঝ বেলা
বরষার কদম্ব পাঁপড়ি হবো,
তোমার নোলক হয়ে
বিমুগ্ধে ঘুরে বেড়াবো, সারাবেলা
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

রাত্রির গিলাপে
কৌমুদী কুড়াবো,
তুমুল আঁধারে
ব্যর্থ স্বপন হব, ঐ চোখে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

শরতের ঘাস ফুলে
লাজুকী নীহার হবো,
কামুকীর ভোর খুলে
তোমার পা ভিজাবো, শিহর তুলে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।

নকশী কাঁথার তলে
ঐ নগ্ন বুকে কাঁপন উঠাবো,
উপেক্ষিত সুধা হয়ে
তোমার ক্ষুধা মিটাবো, তন্দ্রার গভীরে
তবু না ছুঁয়ে তোমাকে ছোঁব।।

বারিধারা, ঢাকা
২৬ জুন, ২০২১