দম্ভ কিসের হে মানুষ..?
তুমি চলছনা, চালিত হচ্ছ
স্রস্টার অশেষ কৃপা আছে বলে।
ভুলে যেওনা-
তোমার জন্মইতো এক বিন্দু নাপাক জলে।
কিসের মোহে-
কিনিতেছ বিলাসবহুল গাড়ী,
গড়িতেছ রাজমোহিনী বাড়ী;
বাড়াইতেছ শুধু সম্পদের পাহাড়..?
ভাবিতেছ-
আহা এ ধরণি, এ্যাতো সুখের সমাহার..!
জেনে নিও-
ওগুলো শুধু বিষাক্ত অজগরের আহার।
আমি এসেছি, প্রাণপ্রিয় পিতাও
প্রিয় পিতামহ এসেছিল, প্রপিতামহও
আরও কত পুরুষ পূর্বসুরী-
এসেছিল এই অবনীকালে।
এ্যাকি দেহে, এ্যাকি তেজে, এ্যাকি মোহের জালে
সকলেই গিয়েছে কালে কালে, আমরাও যাব চলে।
দম্ভ কিসের হে মানুষ..?
ক্ষিতির মায়া উপেক্ষা হানিলে,
এ দেহ পচে গলে যাবে মৃত্তিকার অবতলে।
আসা আর যাওয়া-
এরি মাঝে সুখ-দুঃখ-আনন্দ-বেদনায়
কত মানুষের ভীড়, সজ্ঞানে কাউকে দিওনা
এ্যা-তো-টুকু ব্যথা; হউক তা সুনিবিড়।
যাওয়া আসার ভীড়ে এই দুনিয়ায়
আমরা সকলেই ক্ষণিকের মুসাফির।