অণুকাব্য
ছন্দঃ মাত্রাবৃত্ত-৪

       (এক)
মেঘ তুই কেঁদে মর
ধরণীতে ঢলে পর,
চাষীরা যে মরে আজে
শস্যরা বাঁচেনা যে।।

        (দুই)
মেঘ তুই ধ্বসে পর
অবণীতে হাল ধর,
কৃষাণীর কপোলেই
ফুটে তুল হাসিতেই।।