বাহুটারে মোর স্পর্শিল অধর
কোন সে অধর,এত কেন সুখকর ?
তুই ছাড়া কি উঠিবে কখনি
নতুন সোনালী ভোর ?
তুই ছাড়া কে রাখিবে খবর
নিত্য সকাল দুপুর ?
মান ভুলে তবে মন খোলা যাবে ?
আছিতো আমি একা।
তবু দেখি, হৃদয়ে পরতে পরতে
পরিয়াছে তোমারি পটরেখা।
মান ভোল অভিমান খোল
ভালবাসাকে কর আলিঙ্গন,
দৈন্য নয় পূণ্য হয়েই
শাশ্বত ভালবাসা
তোমায় করিবে স্পর্শণ।।