অণুকাব্য
ছন্দঃ মাত্রাবৃত্ত-৫

       (এক)
কষ্ট বলে নষ্ট তুমি
পুষ্ট ভেবে গেলে,
হ্রস্ব ছেড়ে তাইতো সখী
ভ্রষ্ট হয়ে গেলে।।

     (দুই)
চৈত চাহে বর্ষা
বর্ষা বাহে চৈত,
চিত্ত পোড়ে দ্রোহে
তার কি অভিপ্রেত।।