নীলিমায় বেঁধেছিনু শক্ত করে হাল
পূর্ণিমার চাঁদ ছিল সে তরণীর পাল
প্রভাতী সূর্য এনেছিল রঙিন সকাল
অতঃপর তুলসীর জলে
আমি কাটিয়েছি গত বিকাল।
কিন্তু পথিমধ্যে দেখলাম
অথচ ক্ষণকালেই হারালাম।
যার কপালে কালো টিপ,
পায়ে আলতার প্রলিপ,
পরনে লাল শাড়ী; আর
হাতে ছিল বাহারি রেশমীর চুড়ি।
আমি জানি, ওই ধরবে হাল;
উড়াবে রূপালী পাল,
ওই আমার সেই শুভ সকাল,
যে রাখবে এই হৃদয়ের সবটুকু
ভালবাসা আজীবন বহাল।
লৌকিক সাজে, জৈবিক টানের
সে ইঙ্গিত-ই দিয়েছিল ঐ গতবিকাল।