আঁধারের কূপ থেকে উঠে আসা
আজিকের আলোকিত এই পৃথিবীর রূপ।
নিবিড়ভাবে মিশে আছে এতে
অগণিত মানবের সীমাহীন শ্রম, সাধনা,
বিশ্বাস, ভক্তি, প্রেম আর আরাধনা।
প্রকৃতি এবং তার কর্তার প্রতি মানবের
এই অভেদ্য প্রেম-ই সৃজিয়াছে
আজিকের দৃশ্যত এই মানব সভ্যতা।
বিশ্বাস-ভক্তি-প্রেমহীন প্রকৃতি আজ
বড্ড বিভীষিকাময়,
অগ্নিহুংকারে স্রষ্টার চোখে ভাসে অরুণাক্ষি।
হে সভ্যতা, তুমি ঘুরে দাঁড়াও
তোমার পুষ্পিত হাতখানি বাড়িয়ে দাও,
ভালবেসে তুলে নাও প্রেমের প্রদ্বীপ খানি।
মিথ্যার জোয়াল ছেড়ে
সত্যের হালধরে জেগে ওঠ প্রেমে, ভালবাসায়।
নতুবা করোনার চপেটাঘাতে, হিংস্র থাবায়
তোমাকে নিশ্চিহ্ন করা হবে এই বিশ্ব ধরায়।।