আমি একটি কবিতাকে
জানাই অভিবাদন।
কবিতার ভাষায় আমি
অশ্রু করি রোপণ,
কবিতার ভাষায় দেখি
আমি না দেখা স্বপন।
কবিতা আমার আবেগ চারিত
চঞ্চল ও উদাসী মন,
কবিতা আমার প্রেয়সীর
চিরোতলা কুমারী যৌবন।
একটি কবিতা আমার প্রাণ,
এই কবিতায় আমি গেয়ে যাই
দুখী জীবনের যত বিরহী গান।
হে কবিতা, তুমি সবিতা হও
আমায় সূর্য্য কর হে দান,
যেন রাত নয়, প্রভাত হয়েই
গেয়ে যায় মানবতার জয়গান।।