অতি মায়াময় ঐ দুটি চোখ
যেন সমুদ্রে সুনীলের জলছবি।
ওচোখ শুধু চোখ নয়,
হৃদয় হরণের দুঃসাহস কেড়ে নেয়।
আমায় বোকা বনে যায় অবলীলায়,
জীবনের সমস্ত প্রেমের আকুতি
যেখানে থেমে যায়।
ভালবাসার নীল জোছনার দলে
আমি প্রাণ ফিরে পাই,
ঐ চোখে ভেসে ওঠা আলোক জলে।
আজও ভালবাসার আবীরে বিভোর হয়ে
স্বপ্ন বুনে চলি পলেপলে।
ছলনার ঢেকুর তুলে
ভালবাসার যে রঙ তুমি বদলালে,
সে রঙ আজ সজ্জিত নয় বলে
লজ্জিত হয়ে তুমি গোপনে কাছে টানো
এই ক্রান্তিক শেষ বিকেলে।
যে হাসি মায়াবতী প্রেম ভুলে
ছলনার ঢেকুর তুলে,
সেখানে কিবা থাকে বিশ্বাস;
আমি দেখি আর হাসি, অবলীলায়
হাসির ফোঁড়নে ভাসে মিথ্যার উপহাস।।