অণুকাব্যঃ
              
      (এক)
সব দুখী জীবনের
দ্বি-মুখী সমাচার,
মুখেতে হাসি অপার
হৃদয়ে অঙ্গার ।।


        (দুই)
প্রত্যাশা আজও চেয়ে থাকে
ক্ষুধিত জীবন নীড়ে,
একদিন জাগিবে হয়তো
ব্যথিত ভুবন চিড়ে।।